নিজে লিখুন

আমাদের পোস্ট সাইটটি সবার জন্য উন্মুক্ত একটি ওয়েবসাইট। শুধু আর্টিকেল পড়া নয় লিখাও যায় এবং সেরা লেখকদের পুরস্কৃতও করা হয়। আপনি যদি সৃজনশীল লেখক হয়ে থাকেন যেমন কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা এবং জ্ঞান ও তথ্য ভিত্তিক অথবা ভ্রমণ বিষয়, খেলাধুলা, বিভিন্ন টিপস নিয়ে লেখালেখি করে থাকেন তাহলে আপনার লেখা সহজেই প্রকাশ করতে পারবেন আমাদের পোস্ট সাইটে। মোট কথা বাংলা ভাষায় যে কোন রুচি সম্মত লেখা আপনি লিখে আমাদের সাইটে প্রকাশ করতে পারবেন।

লেখার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ

  • অবশ্যই নিজের লেখা হতে হবে।
  • অন্য কোন সাইটে প্রকাশ হয়েছে এমন লেখা দেওয়া যাবে না।
  • লেখার মধ্যে অশ্লীল ভাষা / কাউকে আঘাত করে / খারাপ কাজে উৎসাহ থাকা যাবে না।

 

আপনার লেখাটি আমাদের এডমিন প্যানেল থেকে যাচাই করে সুন্দর একটি ছবি যুক্ত করে প্রকাশ করা হবে। আপনি শুধু ক্যাটাগরি নির্বাচন করে  সুন্দর হেড লাইন দিয়ে আর্টিকেল লিখে রিভিউ এর জন্য সাবমিট করে দিন।

আপনার জন্য শুভ কামনা রইলো।

 এখান থেকে একাউন্ট তৈরী করুন